কর্ণাটকের হিজাব বিতর্কে (Hijab) উত্তাল গোটা দেশ। রাজ্য-রাজনীতি থেকে শুরু করে বলিউডেও পড়েছে এর প্রভাব। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। সেখানে দেখা যায়, কলেজে হিজাব পরা ছাত্রীকে দেখে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবক নাগাড়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তাতে পিছু না হটে পালটা এগিয়ে আসেন ওই ছাত্রী। চোয়াল শক্ত করে পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকে সে। প্রতিবাদী ওই ছাত্রীর নাম মুসকান। তবে এবার হিজাব বিতর্কে সরব বর্ষীয়ান গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিলেন নিজের ক্ষোভ।
সূত্রের খবর, বৃহস্পতিবার জাভেদ আখতার তাঁর টুইটে লেখেন, ‘আমি কখনই হিজাব বা বোরখা পরার পক্ষে ছিলাম না। আমি এখনও এরই পক্ষে আছি কিন্তু একইসঙ্গে এই গুন্ডারা যারা একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়, তাদের জন্য ধিক্কার। এটাই কী তাদের কাছে পুরুষত্বের ধারণা?’
জাভেদ আখতারের পাশাপাশি হিজাব বিতর্কে সরব হয়েছেন স্বরা ভাস্কর থেকে হেমা মালিনীও।
হিজাব কাণ্ডে মুখ খোলেন ওই ছাত্রী খোদ। এক জাতীয় সংবাদ মাধ্যমকে মুসকান বলেন, ‘‘আমি ভয় পাইনি। কলেজে ঢোকার সময় আমি বোরখা পরা দেখে তারা আমাকে ঢুকতে দিতে চাইছিল না। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকলে আমি ‘আল্লাহু আকবার’ বলতে শুরু করি। কলেজের অধ্যক্ষও আমাকে সমর্থন করেছেন এবং আমাকে সুরক্ষা দিয়েছেন।” গত কয়েকদিনে এই হিজাব বিতর্ক পৌঁছেছে চরমে।