টেট (TET) চাকরি প্রার্থী অরুনিমা পাল গত ৯ই নভেম্বর কলকাতায় বিক্ষোভ দেখাতে গেছিলেন, সেই সময় কলকাতা পুলিশের এক মহিলা অফিসার ইভা থাপা তাকে কামড়ে দেন। এরপর এই বিষয়ে রাজ্য মহিলা কমিশনকে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি রিপোর্ট পাঠানো হয়, যেখানে বলা হয় ওই মহিলা পুলিশ অফিসারকে ১৫ দিনের জন্য কাউন্সিলিং ও ট্রেনিং পিরিয়ডে পাঠানো হবে।
যদিও এই রিপোর্টে খুশি হননি অরুনিমা পাল। যার জেরে তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পূর্ণাঙ্গ বিষয় জানিয়ে একটি চিঠি দেন।
তার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গতকাল একটি চিঠি পাঠায় এবং তাতে জানানো হয়, কলকাতা পুলিশ কমিশনারের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যেই কলকাতা পুলিশ কমিশনারকে পূর্ণাঙ্গ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও, আপাতত এই বিষয়টি তদন্ত সাপেক্ষে।