কোচবিহারের দিনহাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব জোয়ার যাত্রা।‌ইতিমধ্যেই সোমবার বিকালে তিনি পৌঁছে যান কোচবিহারে।

হেলিকপ্টারে কোচবিহারে যান তিনি। তিনি হেঁটেই কোচবিহার মদনমোহন মন্দিরে যান বলে খবর। এদিকে বিলাসবহুল গাড়ি ছেড়ে এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের রাস্তায় হাঁটতে দেখে অবাক হয়ে যান অনেকেই।

কোচবিহারে কোনও শুভ অনুষ্ঠান শুরু করতে গেলে অনেকেই প্রাণের ঠাকুর মদন মোহনের আশীর্বাদ প্রার্থনা করেন। সেই রীতি মেনেই অভিষেক মদনমোহন মন্দিরে চলে যান।

গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তবে এদিন অভিষেককে একবার চোখের দেখা দেখতে মন্দিরের বাইরে ভিড় জমে যায়।

তিনি একে একে মদন মোহন মন্দির চত্বরে থাকা জয়তারার মন্দির সহ একাধিক মন্দিরে গিয়ে পুজো দেন।

এদিকে জেলা তৃণমূলের তাবড় নেতা নেত্রীরা মন্দির চত্বরে ছিলেন। দল সূত্রে খবর, দিনহাটার বামনহাটায় রাতে থাকবেন (Abhisek) অভিষেক। সেখানে একাধিক টেন্ট করা হয়েছে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি।

এদিকে ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে শুরু হচ্ছে অভিষেকের জনসংযোগ যাত্রা। জেলায় জেলায় ব্লকে ব্লকে হবে এই যাত্রা। আগামী ২ মাস ধরে তিনি রাস্তাতেই থাকবেন।