সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। অন্যান্য তারকাদের পাশাপাশি গায়িকার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খানও (Shahrukh Khan)। সকলের মতো বর্ষীয়ান গায়িকাকে শেষ শ্রদ্ধাও জানান তিনি। বিদায়বেলায় লতা মঙ্গেশকরের জন্য ‘দোয়া’ চাইতে দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু লতা মঙ্গেশকরের শেষকৃত্যে গিয়ে বিতর্ক তৈরি হল কিং খানকে ঘিরে।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হরিয়ানার বিজেপি প্রধান অরুণ যাদব একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধাজ্ঞাপন করছেন শাহরুখ খান। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘থুথু ফেললেন শাহরুখ খান?’ মুহূর্তে সেই টুইট ভাইরাল হয়ে যায়। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, ‘শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য টুইট করবেন না।’ আবার কোনও নেট নাগরিক লিখেছেন, ‘শাহরুখ খান দোয়া চাওয়ার সময় ফুঁ দিচ্ছিলেন রীতি অনুযায়ী। এটা মুসলিম ধর্মের রীতি।’
আরও পড়ুন : Gurmeet -Debina : প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন এই দম্পতি
ইতিমধ্যেই এই বিতর্কের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ খান। তবে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর, অভিনেত্রী ভূমি পেডনেকার-সহ অনেকেই। এমনকি বাদ যাননি জনপ্রিয় অভিনেত্রী রাখি সবন্ত। শাহরুখের সমালোচকদের কটাক্ষ করলেন তিনি। তিনি বলেন, ‘‘আপনারা যা করছেন, তার জন্য লজ্জা হওয়া উচিত। লতাজির শেষকৃত্যে গিয়ে শাহরুখ খান দুয়া করেন, ইসলাম ধর্মের রীতি মেনে অশুভ আত্মাকে তাড়াতে ফুঁ দেন। তিনি এক বারও থুতু ছেটাননি।’’