বৃহস্পতিবার ঝালদা (Jhalda) হাটতলা মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার।আসলে ১৭ ই এপ্রিল ঝালদা হাটতলা ময়দানে বিড়ি শ্রমিকদের স্বার্থে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি সভা রয়েছে।জানা গিয়েছে,ওই সভায় উপস্থিত থাকবেন রাজ্য ও জেলা নেতৃত্বরা।আর সেই সভার আগে এদিন মাঠ পরিদর্শন করলেন শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার বাবু।শেষ মুহূর্তের পরিস্তিতি কেমন চলছে, তা নিজে দেখলেন খতিয়ে।

এ বিষয়ে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উজ্জ্বল বাবু জানান,-“১০ ই এপ্রিল ঝালদায় বিড়ি শ্রমিকদের স্বার্থে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি সভা হওয়ার কথা ছিল।যা কিছু কারণবশত পিছিয়ে যায়।তবে সেই সভা আগামী ১৭ ই এপ্রিল ঝালদা হাটতলা ময়দানে হতে চলেছে।তাই আজ ঝালদা ব্লক ও শহর নেতৃত্বদের নিয়ে হাটতলা ময়দান পরিদর্শন করে গেলাম।কোথায় হবে মঞ্চ কি ভাবে কর্মীরা পৌঁছাবে এই ময়দানে সব খতিয়ে দেখা হলো।”

উজ্জ্বল বাবুর পাশাপাশি এদিন ঝালদা হাটতলা মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন,-ঝালদা শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি নন্দলাল বাগতি,ঝালদা শহর সভাপতি চিরঞ্জীব চন্দ্র,ঝালদা ১ নং ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো,প্রাক্তন শহর সভাপতি দেবাশীষ সেন তৃণমূল নেতা সুদীপ কর্মকার সহ অন্যান্য ব্লক ও শহর নেতৃত্বরা।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:অভিষেকের সভায় ছদ্মবেশে মহিলা!উঠল চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ