স্কেটিং (Skating) করে উত্তর ২৪ পরগনার শ্যামনগর থেকে বিদেশে পাড়ি বছর ১৩-এর দুই কিশোর-কিশোরীর! আর তাতেই এল আন্তর্জাতিক স্বীকৃতি।
শ্যামনগরের দীপঙ্কর দে পেশায় স্কেটিং ও ক্যারাটে প্রশিক্ষক। এর আগে তিনি নিজেই স্কেটিং করে পাড়ি দিয়েছিলেন নেপালে।
এবার গত ফেব্রুয়ারিতে তার দুই ছাত্র-ছাত্রীকে নিয়ে স্কেটিং করে ভুটান পাড়ি দেন দীপঙ্কর।
গীতাংশার এই বিরাট কৃতিত্বের জেরেই নাম ওঠে ইন্টারন্যাশানাল বুক অফ রেকর্ড-এ।
জানা গিয়েছে যে অতিমারি পর্বে টানা দু’বছর বন্ধ ছিল প্রশিক্ষণ কেন্দ্র। সেই রপ্ত করে নিয়েছিলেন স্কেটিং।
ইতিমধ্যেই বছর ৪৮-এর দীপঙ্কর নাম তুলেছে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রের্কড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এবং
ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ড-এ। তার পরই নিজের দুই ছাত্র-ছাত্রীকে নিয়ে নতুন লক্ষ্যে চলে কঠোর প্রশিক্ষণ।
মাত্র ১২ দিনে ৮২৬ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে লক্ষ্যভেদ। মাত্র ১৩ বছরেই দুর্দান্ত এই সাহসিকতার জন্য ইতিমধ্যেই মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি।
বছর ১৩-এর গীতাংশা দুগার, এবং রুদ্র সরকার তাদের এই বিরাট কীর্তির জন্য নাম তুলেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড-এ।
বাংলা থেকে স্কেটিং (Skating) করে ভুটান যাওয়ার এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন না বলেই আশাবাদী দীপঙ্কর।
আকাশছোঁয়া সাফল্যে খুশি গীতাংশা এবং রুদ্র দুজনেই। কঠিন এই জার্নি প্রসঙ্গে গীতাংশা জানায়, ‘সকাল থেকে চলত প্রশিক্ষণ।
টানা ১১ মাস প্রশিক্ষণের পরেই আসে এই বিরাট সাফল্য। স্কুল ছুটি থাকলে কখনও কখনও টানা ১২ ঘণ্টা ধরে চলত ট্রেনিং’।