বিজেপিতে (BJP) যোগ দিলেন পদ্মশ্রী প্রাপ্ত পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস বাউল।
পঞ্চায়েত ভোটের আগে শিবির বদলের হিড়িক দেখা গিয়েছে রাজ্যে।
একাধিক জেলায় তৃণমূল স্তরের কর্মী-সমর্থকরা এক শিবির থেকে অন্য শিবিরে নাম লেখাচ্ছেন।
দিব্যেন্দু নিজেও বাউল শিল্পী। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে বিজেপিতে পরপর বহু তারকা যোগ দিয়েছিলেন।
তবে ভোট মিটতেই একে একে অনেকেই গেরুয়া শিবির ছেড়ে চলে যান। তবে পঞ্চায়েত ভোটের আগে দিব্যেন্দুর বিজেপি যোগে অক্সিজেন পাবে গেরুয়া শিবির।
এদিকে বিজেপিতে (BJP) কেন যোগ দিলেন দিব্যেন্দু? এই প্রশ্নের জবাবে শিল্পী বললেন, ‘একটা বাড়ি, রাজ্য বা দেশের উন্নতির জন্য স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রয়োজন।
আপনারা সকলেই জানেন বাংলার বর্তমান অবস্থা কী। এই আবহে আমি
সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছি। তার জন্য একটা আলাদা প্ল্যাটফর্মের দরকার ছিল।
কারণ, আমি একা বকলে তো কেউ শুনবে না আমার কথা। আর সেই জন্যই আমি বিজেপিতে যোগদান করেছি।
পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলায় পাঠানো হলে অবশ্যই যাব।’ এদিকে নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে দিব্যেন্দু বলেন, ‘দল যদি প্রার্থী করতে চায় অবশ্যই হব। এখন আমি নরেন্দ্র মোদীর দলের সদস্য।
আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবে এগোব।’