টাটা আইপিএল ২০২৩ এর নবম ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এর মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে (Eden Gardens)। টসে জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় (KKR vs RCB)।

প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা ৭ উইকেটে ২০৪ লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছতে পারে। ওপেনিং ব্যাটা নেমে রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫৭ রান করে। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার, মন্দিপ সিং, নীতিশ রানা একের পরে এক অসভুল ভাবে প্যাভিলিয়ানে ফিরে যায়। ক্রমশই শাহরুখ খানের টিম অনেকটাই মুশরে পরে। কিন্তু তারপরে রিংকু সিং নেমে টিমের ব্যাটিং ইনিংসে হাল ধরে। রিংকুু ৩৩ বলে ৪৬ রান করে নিজের অসাধারণ একটি ইনিংস প্রদর্শন করেন। পাশাপাশি শার্দুল ঠাকুর মাঠে নেমে মাত্র ২৯ বলে ৬৮ রান করে টিমকে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে মুখ্য ভূমিকা পালন করে।

২০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল শুরুতে ভালো গতি ধরলেও মাত্র ১৮ বলে ২১ রানে বিরাট কোহলির উইকেট পড়ে যাওয়ার পরে টিম প্রথম ধাক্কা খায়। এরপর পাশাপাশি অধিনায়ক ডুপ্লেসিস এর উইকেট পড়ে যাওয়ায় টিমের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এরপর সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো স্পিনারদের বলে পরপর উইকেট পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ১২৩ রানেই গুটিয়ে যায় আরসিবি।

কলকাতার (KKR vs RCB) হোমগ্রাউন্ড প্রথম ম্যাচে অসাধারণ জয় লাভের ফলে বেশ খুশি দেখা যায় টিমের মালিক শাহরুখ খানকে। সাথে এসেছিলেন তার মেয়ে সুহানা খান ও। ম্যাচ শেষে তিনি মাঠে নেমে সকলকে শুভেচ্ছা জানান। এমনকি তাকে বিরাট কোহলির সাথেও তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি পাঠানের হুক স্টেপে নাচতে দেখা যায়। সবমিলিয়ে কলকাতার দ্বিতীয় ম্যাচে হোম গ্রাউন্ডেই জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।