প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি (Manik)
মানিক ভট্টাচার্যকে ২ ঘণ্টার মধ্যে তাঁর এজলাসে হাজির কারনোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
বুধবার বিচারপতির এই নির্দেশে এজলাসে শোরগোল পড়ে যায়।সাধারণত জেলবন্দি আসামীদের হাজির করা হয় নিম্ন আদালতে।
তাঁদের জামিনের আবেদনের শুনানি হাইকোর্টে হলেও তাতে হাজির থাকতে হয় না অভিযুক্তকে। সেই প্রথা ভেঙে বুধবার
সরাসরি (Manik) মানিককে আদালতে পেশের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এদিন ২০১৬ শিক্ষক দুর্নীতির একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মানিক ভট্টাচার্যকে ২ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করতে হবে।
বেলা ১টা নাগাদ এই নির্দেশ দেন তিনি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।
প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে বিচারপতির স্পষ্ট নির্দেশ বেলা ৩টের মধ্যে মানিককে হাজির করতে হবে তাঁর এজলাসে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু হয়।
এর আগে মানিককে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেন তিনি।
বেশ কিছুদিন গড়িমসির পর অবশেষে সেই নির্দেশ কার্যকর করে রাজ্য সরকার।
আইনজীবীদের একাংশের মতে, কী ভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে তা মানিকের মুখ থেকেই শুনতে চান বিচারপতি।
কী ভাবে অ্যাপটিটিউড টেস্টে কারচুপি হয়েছে। টাকার বিনিময়ে কী ভাবে নিয়োগ হয়েছে।
অবৈধ DLED কলেজগুলিকে কী ভাবে অনুমোদন দেওয়া হল তা সবই জানতে চাইতে পারেন তিনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে স্ত্রী – পুত্রসহ জেলবন্দি প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।