ফের পাচার রুখতে সফল হল সীমান্ত রক্ষীবাহিনী। চারচাকা গাড়িতে করে ১০ কেজি রুপোর গয়না বাংলাদেশে পাচারের চেষ্টা রুখলো বিএসএফ (BSF)। জানা গিয়েছে, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই পাচারকারী।

বিএসএফ সূত্রে খবর, ভারত থেকে বাংলাদেশে রুপো পাচারের চেষ্টা করছিল পাচারকারী। সোমবার ভোররাতে বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপদহ এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়িতে করে সীমান্তের হাকিমপুরের দিকে যাচ্ছিল তারা। সেই সময় সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফের ১১২ নং ব্যাটেলিয়ানের জি ব্রাঞ্চের জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোষ্টে গাড়িটিকে আটকায় বিএসএফ জওয়ানরা।

তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে দশ কেজি রুপোর গয়না। উদ্ধার হওয়া রুপোর গয়নার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ইতিমধ্যে বিএসএফ রুপোর গয়না এবং চার চাকা গাড়ি সহ ধৃত মোহিত সরদারকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:বাতিল শুভেন্দু’র জনসভা! টুইটারে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা