প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi) ডিগ্রি সার্টিফিকেট নিয়ে গুজরাট হাইকোর্ট চিফ ইনফরমেশন কমিশনের নির্দেশ খারিজ করেছে শুক্রবার।
পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় ২৫ হাজার টাকার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে কোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে পদক্ষেপ করেন অরবিন্দ কেজরিওয়াল।
এদিন গুজরাট হাইকোর্টের রায়ের পর তিনি বলেন, একজন ‘অশিক্ষিত প্রধানমন্ত্রী খুব ভয়ানক’।
শুক্রবার গুজরাট হাইকোর্টের নির্দেশ আসার পর অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দেশের কি জানার অধিকার নেই যে, দেশের প্রধানমন্ত্রীর (Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে? তিনি ডিগ্রি দেখানোর তীব্র বিরোধিতা করেছেন আদালতে।
কেন? আর যাঁরা ডিগ্রি দেখতে চেয়েছেন তাঁদের জরিমানা করা হবে? কী ঘটছে? অশিক্ষিত বা কম শিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য ভয়ঙ্কর।’ উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি সার্টিফিকেট জানতে চেয়ে সংশ্লিষ্ট মহলে অধিকার জানার আইনে পদক্ষেপ করেন। এরপর চিফ ইনফরমেশন
কমিশন প্রধানমন্ত্রীর দফতর, দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসারদের সেই ডিগ্রি সার্টিফিকেট তুলে ধরার নির্দেশ দেয়।
কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গুজরাট বিশ্ববিদ্যালয় দ্বারস্থ হয় গুজরাট হাইকোর্টের। সেই মামলায় কমিশনের নির্দেশ এদিন খারিজ করে গুজরাট হাইকোর্ট।
এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে এক মিডিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এক আপ নেতা বলেন,’ মুখ্যমন্ত্রী
(অরবিন্দ কেজরিওয়াল) একজন আইআইটিিয়ান, যিনি পরে আইআরএস অফিসার হয়েছিলেন। আমাদের দলে অন্যান্য উচ্চ-শিক্ষিত মানুষ রয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে এই যোগ্যতা এবং
অভিজ্ঞতাসম্পন্ন মানুষরা সমস্যার আরও ভাল এবং কার্যকর সমাধান প্রদান করেন।’ তিনি বলছেন, ‘অন্যদিকে, বিজেপি এমন একজন নেতাকে উচ্চস্তরে রেখেছে যাঁর শিক্ষাগত যোগ্যতা অজানা।’