গাছের জন্য বাংলাদেশ (Bagladesh) যেন এক মৃত্যু উপত্যকা।শুধু বাংলাদেশ কেনো ভারতবর্ষও (India) যেনো মরুভূমিতে পরিণত হচ্ছে।প্রকৃত বন্ধু চিনতে ভুল করা হুজুগে বাঙালি,গাছের মতো বন্ধুকে চিনতে পারেনি কোনোদিনও।তাই এবার সাইকেলিং করে এই বার্তা ছড়িয়ে দিলেন বাংলাদেশের যুবক মাহমুদুল হাসান।

বাংলাদেশের কুমিল্লা জেলার নাগরিক মাহমুদুল।গত ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে রওনা দিয়েছেন তিনি।আজ আমাদের ক্যামেরার মুখোমুখি হন মাহমুদুল হাসান।মাহমুদুলের কথায়,বৃক্ষ সংরক্ষনের বার্তা ছড়িয়ে দিতে তার এই উদ্যোগ।তবে শুধু তাই নয়,বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছড়িয়ে দিতে চান তিনি।

আরো জানিয়েছেন,-মুর্শিদাবাদ পঞ্চমতম জায়গা।ত্রিপুরা,মিজোরাম,আসাম,মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে অবস্থান করেছি।এখন মুর্শিদাবাদে আছি।আসা করছি ১০ বা ১৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ (West Bengal) ভ্রমণকরে বাংলাদেশ ফিরে যাবো।ভারত বাংলাদেশের এই সম্প্রতিকে জাগ্রত করার যে উদ্যোগ মাহমুদুল নিয়েছে।তা নজর কাড়ছে সবার।আজ তাকে পরিবেশকর্মী ও সমাজকর্মী রামচরণ দত্ত সংবর্ধনা জ্ঞাপন করেন।এবং তাকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

 

আরো পড়ুন:Subhas Sarkar:রামের নামে ভয়ে কাঁপছে তৃণমূল, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষের