রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি এ রাজ্যের উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।রবিবার বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরের সামনে সকলে উপস্থিত হয়।তারপর গণ অবস্থান কর্মসূচিতে সামিল হয় তারা।এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তাপস মজুমদার,ও শুভঙ্কর সরকার সহ বিশিষ্ট জনেরা।
আন্দোলনকারীরা এদিন অভিযোগ করেন,-সম্পূর্ণ অবৈধভাবে রাহুল গান্ধীকে পুরনো মামলায় ফাঁসানো হয়েছে।বর্তমানে রাহুল গান্ধীর অবস্থানে কেন্দ্রীয় সরকার ভয় পেয়েই এমন উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ঘটিয়েছে বলেও জানান তারা।তাদের কথায়,-পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে।শুভঙ্কর সরকার বলেন,-বিরোধী দলের কন্ঠ রোধ করার চেষ্টা করছে মোদী সরকার।আগামী দিনে মানুষ এর প্রতিরোধ করবে।আরো বলেন,-আদানি কে?যাকে রক্ষা করতে আসরে নেমেছে গোটা সরকার?প্রধানমন্ত্রীকে রাহুল শুধু এই প্রশ্নটাই করেছিলেন ৭ তারিখে।তারপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে চক্রান্ত করল মোদী সরকার।
তার কথায়,-বিজেপিকে যেখানে কংগ্রেস দেখবে তারা করবে।বিজেপি নেতারা বড় বড় কথা বলে অথচ জিনিসের দাম আকাশ ছোঁয়া।এটা প্রতীকী লড়াই।ধর্মযুদ্ধের লড়াই।রাহুল গান্ধী সত্যের জন্য লড়াই করছেন।তাই দুই জেলা সভাপতি এখানে অবস্থানে বসেছে।
আরো পড়ুন:Sovondeb Chatterjee’আমি চোর হতে পারি, মমতা নন’:শোভনদেব চট্টোপাধ্যায়