সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)।সব দলই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে।তবে এরমধ্যে আশ্চর্য ঘটনা ঘটে শুভেন্দু অধিকারীর গড়ে।রবিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপূর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে আয়োজন করা হয় এক কর্মিসভার।যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।যেখানে গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ১৪ টিতে নামের তালিকা ঘোষণা করে বিজেপি (BJP) দল।এই তালিকা প্রকাশের পরই শুরু হয় বিতর্ক।তৃণমূল দলের কথায়,এখনো পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি।তার আগে রাজ্যে প্রথম নন্দীগ্রাম থেকে একটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া, ‘এসব নাটক ছাড়া কিছুই নয়। পঞ্চায়েতে সব আসনে প্রার্থীই দিতে পারবে না ওরা। তাই নন্দীগ্রামের এই জায়গায় আগাম প্রার্থী ঘোষণা করে নিজেদের দুর্বলতা ঢাকছে। যতই এসব করুক ওরা, ভোটে জিতবে তৃণমূলই।’

যদিও এ বিষয়ে শুভেন্দুর পাশেই দাঁড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেন,-‘পঞ্চায়েত ভোট নিয়ে আমরা বহু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। জেলায় জেলায় ব্লকস্তরে তার প্রস্তুতি চলছে। এটাও তারই একটা অংশ।’ এদিকে প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিজেপি প্রার্থীরা।তাদের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিহ্ন করে তবেই আমাদের শান্তি।’

 

আরো পড়ুন:Manasi Sengupta: মানসী ও পল্লবী একসাথে মেকআপ রুম শেয়ার করতে চান না কেনো?