একইসঙ্গে সাউথ এবং বলিউড কাপাচ্ছেন রশ্মিকা (Rashmika Mandanna)। কিন্তু সাফল্যের শীর্ষে উঠেও কেনো অভিনেত্রী মনে করেন যে তার বাবা মা তাকে নিয়ে গর্বিত নন?

রশ্মিকা বলেন, “আসলে আমার পরিবার ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও ভাবেই জড়িত ছিল না। বাবা-মা বোঝেন না, তাঁদের মেয়ে ঠিক কী করছে। কিন্তু যখন পুরস্কার পাই, তখন তাঁরা বুঝতে পারেন হয়তো। বুঝতে পারি, আমাকে আরও অনেক বেশি সফল হতে হবে যাতে আমায় নিয়ে বাবা-মা সত্যিই এক দিন গর্ব অনুভব করে।”

অভিনয় জগৎ সম্পর্কে কিছু না বুঝলেও রশ্মিকাকে (Rashmika Mandanna) তাঁর বাবা মা কোনও কিছুতে বাধা দেননি। অভিনেত্রী বলেন, “বাবা-মা আমার কোনও কিছুতে কখনও কোনও আপত্তি করেনি। ছোট থেকে তাঁরা সব দিয়েছেন আমায়। আমি সে জন্য কৃতজ্ঞ। এখন আমার পালা বাবা-মায়ের যত্ন নেওয়ার।”

ছোট থেকেই সংসারে টানাটানি থাকায় রশ্মিকা জানেন দারিদ্রতা কি! তিনি বলেন, “একটা সময় ছিল মনে আছে, আমাদের দু’ মাস অন্তর বাড়ি বদলাতে হত। ছোট থেকেই সংসারে টানাটানির বিষয়ে আমি সচেতন ছিলাম। বাড়িভাড়া জোগাড় করতেও হিমশিম খেতেন আমার বাবা-মা।”

আরো পড়ুন: Akshay Kumar : অ্যাকশন সিকোয়েন্স শুট করতে গিয়ে আহত অক্ষয় কুমার!

Image source-Google

 

By Torsha