অনলাইন প্রতারণা চক্রে বেনেডিক্টের সঙ্গে চিবুজোর সরাসরি যোগ রয়েছে!আরও এক নাইজেরিয়ানকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো মালদায় (Malda)।আসলে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আগেই বেনেডিক্ট নামে এক নাইজেরিয়ানকে গ্রেফতার করেছিল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ।সেই ঘটনার আরও যোগ সূত্র হাতে এসেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে।এবার এই ঘটনার জড়িত থাকার সন্দেহে চিবুজো নামে আরও এক নাইজেরিয়ানকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হলো।

জানা গিয়েছে,ঠিক একই ধরণের প্রতারণার অভিযোগে নয়ডা থেকে চিবুজোকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।অনলাইন প্রতারণা চক্রে বেনেডিক্টের সঙ্গে চিবুজোর সরাসরি যোগ রয়েছে বলে অনুমান করছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ।উত্তর প্রদেশ পুলিশ ও মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার অনলাইন আর্থিক প্রতারণা চক্রের অন্যতম চাঁইকে।ধৃত ব্যক্তি এক নাইজেরিয়ান নাগরিক।নাম চিবুঝো ক্রিস্টিয়ানো।তাকে দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ তাকে মালদা আদালতে তোলা হয়।মালদা জেলা আদালতে পেশ করে ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেয় মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ।

 

আরো পড়ুন:Tarun Adhikari:প্রয়াত বিশিষ্ট চিকিত্‍সক-রাজনীতিবিদ তরুণ অধিকারী!শোকের ছায়া রাজনৈতিক মহলে