মুকুল রায় (Mukul Roy) বহুদিন ধরে অসুস্থ অবস্থায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন। দীর্ঘ দিন স্নায়ুরোগে ভুগছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।
সুস্থ হওয়ার জন্য তাঁর মস্তিষ্কে অপারেশনের প্রয়োজন আছে বলে জানিয়েছিলেন চিকিত্সকরা।
শনিবার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
সেই সঙ্গে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে একটি চিপ। মুকুলের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা।
একুশের নির্বাচনে জয়লাভের পর তৃণমূলে যোগদান করেন মুকুল। কিন্তু এরপর থেকেই দেখা যায় অসুস্থ হওয়ার কারণে ভুলভাল কথা বলছেন তিনি।
যে সমস্ত ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় তৃণমূলকে। আর স্ত্রী বিয়োগের পর থেকেই আস্তে আস্তে ঘরবন্দি হয়ে যান তিনি।
সেই সঙ্গে মুকুলের (Mukul Roy) দরজায় ভিড় কমতে থাকে। মুকুলের অস্ত্রোপচারের পর ক’জন তাঁর খোঁজ নিয়েছেন সেটা হাতে গুণে বলা যায়।
এখন যারা রাজনীতি করছেন তাঁদের অনেকেই মুকুলের হাত ধরে
রাজনৈতিক জগতে প্রবেশ করেছেন। কিন্তু তাঁদের বড় অংশ মুকুলকে ভুলে গিয়েছেন।
হাতে গোনা কয়েক জন ছাড়া নিয়মিত মুকুলের খোঁজখবর কেউই রাখেন না।
যে মুকুল একটা সময় তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন তাঁর আজ এই পরিণতি দেখলে সত্যিই অবাক হতে হয়।
তাহলে কী এটাই বাস্তব? এই চর্চা স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।