ডান্স ইন্ডিয়া ডান্সের প্রথম সিজনের বিজয়ী কোরিওগ্রাফার-নৃত্যশিল্পী সালমান ইউসুফ খান (Salman Yusuff Khan) সম্প্রতি কন্নড় ভাষা না জানার জন্য বেঙ্গালুরু বিমানবন্দরে একজন ইমিগ্রেশন অফিসার দ্বারা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিবাসন কর্মকর্তা তাকে ‘সন্দেহজনক’ তালিকার অন্তর্গত করে হুমকিও দিয়েছেন বলে জানা গেছে।

তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সালমান পুরো ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন এবং তার নিজের জন্মস্থান বেঙ্গালুরুতে হয়রানির পরে তিনি কতটা ক্ষুব্ধ হয়েছেন তা প্রকাশ করেছেন। ঘটনাটি শেয়ার করে সালমান লিখেছেন,“ দুবাই যাওয়ার পথে আমি এই ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা করি যিনি আমার সাথে কন্নড় ভাষায় কথা বলেন। আমি আমার ভাঙা কন্নড় ভাষায় তাকে বলার চেষ্টা করি যে আমি কন্নড় ভাষা বুঝি কিন্তু বলতে পারিনা। যারপরেই তাঁকে ওই অভিবাসন অফিসার কটাক্ষ করেন বলে সলমনের অভিযোগ। অভিবাসন অফিসার সলমনের পাসপোর্ট দেখে বলেন, ‘আপনি আর আপনার বাবা দুজনেই বেঙ্গালুরুতে জন্মেছেন , আর কানাড়া ভাষায় কথা বলতে পারেন না।’ প্রসঙ্গত, কর্ণাটকে জন্মগ্রহণ করলেও সলমন ইউসুফ বড় হয়েছে সৌদি আরবে। আর তারফলেই তিনি কন্নড় ভাষায় খুব একটা স্বচ্ছন্দ্য নন। উল্লেখ্য, সলমন দুবাই রওনা হওয়ার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছন। আর সেখানেই এই তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি। কোরিওগ্রাফার আরও জানান, তার পরেও নাকি তাকে ছাড়েননি ওই আধিকারিক। সলমন লেখেন, ‘‘আমার কথা শুনে উনি বলেন, আমি যদি কন্নড় না বলতে পারি, তাহলে উনি আমাকে সন্দেহের তালিকায় যোগ করতে পারেন। ওই আধিকারিক বলেন, উনি আমাকে যে কোনও কিছুর জন্য সন্দেহ করতে পারেন।’’ সলমন জানান এই ঘটনার পরে তিনি বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু কারোর থেকেই কোনওরকম সাহায্য পাননি তিনি। গোটা ঘটনায় বেশ বিরক্ত সলমান ইউসুফ খান (Salman Yusuff Khan)।

আরও পড়ুন…Mohit Raina : ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই বাবা হলেন ছোটো পর্দার “মহাদেব” মোহিত রায়না!