শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন (Anubrata Mondal) তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনি বিজয় রজক।
প্রসঙ্গত, এই বিজয় রজক লাভপুর কলেজের শিক্ষাকর্মী হিসাবেও কর্মরত।
গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতার কন্যা সুকন্যা মণ্ডল সহ ১২ জনকে তলব করেছে ইডি।
জানা গিয়েছে, এই ১২ জনের তালিকায় কেষ্টর রাঁধুনি বিজয় রজকের নামও ছিল। শুক্রবার সকালে দিল্লিতে ইডির দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে।
বোলপুর হাটতলা এলাকার বাসিন্দা বিজয় অনুব্রতর অত্যন্ত বিশ্বস্ত ছিলেন বলে পরিচিত মহল সূত্রের খবর।
এমনকি, এই বিজয়ের অ্যাকাউন্টে বহু টাকার লেনদেন হয়েছে বলেও দাবি করেছেন গোয়েন্দারা।
গত মঙ্গলবারই সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউট্যান্ট মণীশ কোঠারিকে।
তাঁকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করে ইডি। তার পরের দিনই অবশ্য কেষ্ট কন্যা সুকন্যা তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি।
গরু পাচার মামলায় আপাতত ইডি হেফজাতে (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। দিল্লিতেই রয়েছেন গরু পাচার কাণ্ডের মূল চক্রী এনামূল হক এবং কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন।
সূত্রে খবর, ১২ জনের তালিকায় অনুব্রত-ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ এবং সুকন্যার গাড়িচালক তুফান মির্ধার নামও ছিল।
বোলপুরের বাসিন্দা তৃণমূলকর্মী কৃপাময়কে শক্তিগড়ে ব্রেকফাস্ট করার সময়ে অনুব্রতের সঙ্গে খেতে দেখা গিয়েছিল।
তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, তলব করা হলেও বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেননি।