আমডাঙায় সাংবাদিকদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ৫ অভিযুক্তকে।এবং এদিনই তাদের তোলা হয় বারাসাত আদালতে।মূলত তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে মস্তাকিন মন্ডল,আফতাব আলি,শাহিনুর জামানকে ৫ দিনের পুলিশ হেফাজত এবং মিরাজ উদ্দিন ও রাজকুমার মালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
মূলত,বুধবার চিকিত্সা না করিয়েই সাস্থ্য সাথীর কার্ড থেকে টাকা তছরূপের অভিযোগ ছিল আমডাঙার আওয়ালসিদ্ধির জীবন আলো নার্সিংহোমের বিরুদ্ধে।অভিযোগ সেই খবর করতে যেতেই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় সাংবাদিক ভক্তি দে ও তাঁর সঙ্গে থাকা চিত্র সাংবাদিক রাজু দাস।তাদের মারধরের পাশাপাশি ভেঙে দেই চশমা।এমনকি কেড়ে নেই বুম।এই পুরো ঘটনাটি আমডাঙ্গা থানায় গিয়ে বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানান তারা।এরপরই এই ঘটনায় নার্সিং হোমের মালিক সহ চার জনকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ।এদিকে সাংবাদিকদের উপর হামলার এই ঘটনায় তীব্র নিন্দা করেছে প্রায় সব মহল।উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেস ব্যুরো,জেলা প্রেস ক্লাব ও মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার!
আরো পড়ুন:Pathaan : এবার প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে পাঠান!