মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS EXAM)।আর এই কথা মাথায় রেখে আবারও মানবিকতায় নজির গড়লেন বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডল ও প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল।মাধ্যমিকের পর,উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ পরিবহনের ব্যবস্থা শুরু করলেন তারা।দেখা যায়,পরীক্ষার প্রতিদিনই নিজেদের বাসভবনের সামনের শিবির থেকেই এই পরিষেবা দিচ্ছে আজিজুল এবং মমতা।প্রতিদিনই টাটা সুমো,অটো, ই-রিক্সা করে একাধিক সেন্টারে পরিক্ষার্থীদের পৌঁছানোর ব্যবস্থা করছে তারা।

এমনকি কেও অসুস্থ হয়ে পড়লে তাদের নিজেদের গাড়িতে করে নির্ধারিত কেন্দ্রে পাঠাচ্ছেন মমতা ও আজিজুল।জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার আগে এমন পরিষেবা পেয়ে বেশ আপ্লুত পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও।তারা বর্তমান ও প্রাক্তন পৌর প্রতিনিধিকে এরজন্য ধন্যবাদ জ্ঞাপনের সাথে সাধুবাদ দিয়েছেন।।

এই বিষয়ে বর্তমান এবং প্রাক্তন পৌর প্রতিনিধি বলেন,- শুধু এবছর নয় কয়েক বছর ধরে তারা পরীক্ষার্থীদের পাশে দারাচ্ছেন গণ পরিবহন ব্যবস্থা দিয়ে।এবছর প্রতিদিনই ছোট-বড় বিভিন্ন পরিবহন মিলিয়ে ওয়ার্ডের প্রায় ৭০ জন উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে পাঠন হচ্ছে।এবং এই পরিষেবা চলবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত।

 

আরো পড়ুন:Adhir : আমার মাইকটি বন্ধ হয়ে যাচ্ছে অভিযোগ অধীররঞ্জনের