ডিএ (DA) নিয়ে রাজ্যজুড়ে ধর্মঘটের মধ্যেই ছাত্র ভোট, আনিসকাণ্ড-সহ একাধিক দাবিতে শুক্রবার বিধানসভা অভিযান শুরু করল এসএফআই। এর মধ্যেই শিয়ালদহে এসএফআই কর্মীদের আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে কলকাতা জেলা এসএফআই সম্পাদক দেবাঞ্জন দে-কে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর সেখানেই এই মিছিলকে আটকায় পুলিশ।

তবে, পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেটে পৌঁছায় বেশ কিছু এসএফ্আই  সমর্থকরা। এমনকি, তাদের মধ্যে থাকা বেশ কয়েকজন সমর্থক বিধানসভার গেট টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন। যে সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের।

এরপরই সেখানে দ্রুত হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য-সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে। পাশাপাশি, আটক করা হয় দু’জন এসএফআই কর্মী দেবাঞ্জন দে ও মোহাম্মদ আসিফ নিসারকে।

 

আরো পড়ুন:Anubrata: কন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠ ১২ জনকে ইডি তলব