উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদা ব্লকের হেলেঞ্চাতে অবস্থিত ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার পালিত হল বসন্ত উৎসব। কলেজ কর্তৃপক্ষের তরফেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

যেখানে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা-সহ বাকি কর্মীরাও। এদিনের এই অনুষ্ঠানে নাচ, গান, আবির খেলায় মেতে ওঠেন সকলেই।

এ বিষয়ে হেলেঞ্চা ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর চিত্তরঞ্জন দাস বলেন, “করোনার কারণে গত দুই বছর আমরা বসন্ত উৎসব উদযাপন করতে পারিনি। দু’ বছর পরে এই বছর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং চলতি বছরের ছাত্রছাত্রী-সহ পার্শ্ববর্তী স্কুল থেকেও অনেক ছাত্রছাত্রী এখানে এসেছে বসন্ত উৎসব উপলক্ষে।” এদিন নাচ-গানের মধ্যে দিয়েই সাড়ম্বরে উদযাপিত হল প্রাক বসন্ত উৎসব।

 

আরো পড়ুন:Kaustav Bagchi:কৌস্তব বাগচিকে সামাজিক বয়কটের ডাক দিয়ে ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় পোস্টার