খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে।তৈরি হয় বন্ধুত্ব।খেলাধুলা শরীর চর্চার মধ্য দিয়ে যুবসমাজ সঠিকভাবে এগিয়ে যেতে পারে।সেইজন্য রবিবার মধ্যমগ্রাম (Madhyamgram) মাইকেল নগর অভিযাত্রী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিন রাত ব্যাপী আন্ডার আর্ম ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়।মূলত,ছোট ছেলেমেয়েদের বেশি করে মাঠ মুখী করতে এবং সম্প্রীতির মেলবন্ধনকে সুসংহত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেটির সাড়ম্বরে শুভ সূচনা করেন পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অরূপ কুমার ঘোষ।

এদিনের প্রতিযোগিতা সম্পর্কে অরূপ কুমার ঘোষ বলেন,-“অত্যন্ত সুশৃংখলার সাথে খেলাধুলার আয়োজন করা হয়েছে এখানে।খেলাধুলা মানুষিক বিকাশের প্রকাশ।তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সব সময় আমাদের উৎসাহিত করে।মমতা ব্যানার্জি সবসময় চেষ্টা করেন খেলাধুলার মধ্য দিয়ে যেনো বাংলায় ক্রীড়া সংস্কৃতির উন্নতি হয়।তাই খেলাধুলার সম্প্রচারে মুখ্যমন্ত্রীর অবদান চির বিদ্যমান।আজকে তারই একটি ছোট্ট প্রয়াস আয়োজন করা হয়েছে এখানে।”তিনি আরো বলেন,-“শুধু মুখ্যমন্ত্রী নয় খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষও অনেক চেষ্টা করেন খেলাধুলার বিকাশের জন্য।খাদ্যমন্ত্রী এবং বারাসাতের সাংসদ তথা মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে মধ্যমগ্রামে,বারাসাতের নানা জায়গায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।তাদের উৎসাহিত করা হয়।বর্তমানে ডিজিটাল যুগে খেলাধুলা হারিয়ে যাচ্ছে,তার বিকাশ ঘটানোর চেষ্টা করছে ক্রমশই তৃণমূল সরকার।”

পাশাপাশি এই প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অরূপ ঘোষ বলেন,-“এই প্রতিযোগিতা এইভাবে যেনো প্রতিবছর এগিয়ে যায়,এটাই আমি চাই।তবে আমি সবার কাছে অনুরোধ করবো আশেপাশে অনেক বয়স্ক লোকজন আছে তাই মাইক একটু আস্তে বাজাবেন।যাতে শব্দ নিয়ন্ত্রণের মধ্যে থাকে।”

 

আরো পড়ুন:Ice melt : বরফশূন্য হবে মেরুসাগর আশঙ্কা মেরু বিজ্ঞানীদের !