কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচীকে (Kaustav Bagchi) শনিবার মাঝরাতে গ্রেফতার করে পুলিশ এবং গ্রেফতারের ৮ঘন্টার মধ্যেই জামিন পায় সে। এরপর কোর্ট থেকে বেরিয়ে নিজের মাথার চুল কেটে প্রতিজ্ঞাবদ্ধ হন কৌস্তভ।
রবিবার সকালে এ বিষয়ে তিনি বলেন, “আমি প্রতিজ্ঞাবদ্ধ শাসক দলকে এ রাজ্য থেকে উৎখাত করতে। তার জন্য যা যা করার, আগামী দিনে আমি তাই করবো। মাথার চুল আমার কাছে ভীষণ প্রিয়, সেটা কেটে ফেলেছি। আমি চাইবো যত তাড়াতাড়ি আমার মাথার চুলটা আবার ফিরে আসুক।”
শনিবার কৌস্তভের গ্রেফতারি ঘিরে গোটা রাজ্য রাজনীতিতে চলেছে তোলপাড়। আর ঠিক সেই উথাল-পাথালের সাক্ষী থাকল ব্যাঙ্কশাল কোর্টও। এই কংগ্রেস নেতার হয়ে সওয়াল করলেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। আইনজীবী কৌস্তভের গ্রেফতারিতে বেনজিরভাবে একজোট হল আইনজীবী শিবির। কোর্টে তাঁর হয়ে দাঁড়ালেন প্রায় একশো জন আইনজীবী। কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর করেন বিচারক। এরপরই চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি।