শনিবার বারাসাতের (Barasat) নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র ভবনে ‘জেলাস্তরীয় নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট-২০২৩’ এর আয়োজন করা হয়।এদিনের পার্লামেন্টের মূল বিষয় ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অথবা জি-২০ সম্মেলন-এক পৃথিবী,এক পরিবার,এক ভবিষ্যত।এই সম্মেলনের মাধ্যমে এদিন বিভিন্ন সরকারী যোজনা,শিশু ও নারীসুরক্ষা, পরিবেশ সচেতনতা,রোজগার সৃজন প্রভৃতি বিষয়ে যুবদের উদ্বুদ্ধ করা হয়।যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এক সহস্রাধিক যুবরা এই পার্লামেন্টে অংশগ্রহণ করেন।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বারাসাত নেহেরু যুব কেন্দ্রের দেব কুমার চ্যাটার্জি,প্রদীপ চক্রবর্তী,সিকিমের নেহেরু যুব কেন্দ্রের সংগঠনের রাজ্য পরিচালক সিবাসিস ব্যানার্জি,জাতীয় শিক্ষক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,অবসরপ্রাপ্ত ব্যাংকার সম্মানিত অতিথি অমিত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
সম্মেলন প্রসঙ্গে এদিন দেব কুমার চ্যাটার্জি বলেন,-“আমাদের এখানে আজকে প্রায় ১০০০ অংশ নিয়েছে।আমরা জি ২০ নিয়ে একটি ডকুমেন্ট করেছি যেটি বাংলা ভাষায় করা হয়েছে।উত্তর ২৪ পরগনার সন্দেশখালি,হাসনাবাদ,ব্যারাকপুর,মধ্যম গ্রাম,বসিরহাট,দেগঙ্গা,রাজারহাট প্রতিটি জায়গা থেকে এসেছে।”তিনি আরো বলেন,-“এখানে যেসব যুবরা অংশ গ্রহণ করেছে,তাদের সার্টিফিকেট দেওয়া হবে।তবে সেটা আজ প্রদান করা হবে না।চিন্তাভাবনা চলছে,খুব শীঘ্রই সার্টিফিকেট সবার কাছে পৌঁছে দেওয়া হবে।”
অন্যদিকে সিবাসিশ ব্যানার্জি বলেন,-“প্রতিবছরই ইউথ পার্লামেন্ট হয় এবং যেখানে যুব ইস্যু সেগুলো নিয়ে আলোচনা হয়।পার্লামেন্টে বিভিন্ন যুবরা অংশগ্রহন করে।শুধু শোনার জন্য না,তারা বলেও।আজকে যে ইউথ পার্লামেন্ট তার টপিক ভিন্ন।এই টপিক হলো জি ২০।তার বিভিন্ন দিক আছে।সামাজিক,অর্থনৈতিক সেইসব নিয়েও আলোচনা হয়।”