ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজ্যবাসী।এবার দমদমের নাগেরবাজার এলাকার একটি বহুতলে লাগল আগুন (Nagerbazar Fire Incident)।বুধবার বিকাল নাগেরবাজার এলাকার ডায়মন্ড সিটি নামের একটি বহুতলের ১৬ তলায় ওই আগুন লাগে।প্রথমে ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ প্রাথমিকভাবে শুরু করে।পরে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হয়।আগুন নেভানোর জন্য বিশেষ মই আনায় দমকল।৪২ মিটার উঁচু মই দিয়ে উপরে পৌঁছন দমকলকর্মীরা।পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যায় দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

তিনি নিজে আগুন নেভানোর জন্য তদারকি করেন।রাস্তার ধারে এই আবাসন হওয়ায় প্রচুর লোক জড়ো হয়ে যায় রাস্তায়।যার জন্যে এলাকায় যানজটের সৃষ্টি হয়।তবে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

দমকল বাহিনীর প্রাথমিক অনুমান,-গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বিল্ডিংয়ে আগুন লেগে থাকতে পারে।এই ঘটনা প্রসঙ্গে ডায়মণ্ড সিটির বাসিন্দারা জানিয়েছেন,বুধবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে বহুতলটিতে।গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করে।আতঙ্কে বাড়ি থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসতে শুরু করেন আবাসনের বাসিন্দারা।কয়েকজন ছাদে আটকে পড়েন।তাদের বের করেন দমকল বাহিনীরা।এবং বয়স্কদের চেয়ারে চাপিয়ে নামিয়ে আনেন তারা।দমকল কর্মীদের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।তারপরে কোথায় কোনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেন দমকল কর্মীরা।

 

আরো পড়ুন:Adeno virus:এখনো অব্দি অ্যাডিনো আক্রান্তের মৃত্যু হয়নি বারাসত মেডিক্যালে:ডক্টর সুব্রত মন্ডল