মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাইস্কুলে গেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মাধ্যমিক পরীক্ষার্থীদের জানালেন শুভেচ্ছা। মুখ্যমন্ত্রীকে প্রণামও করলেন পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) শুরু হয়েছে ১৩ ফেব্রুয়ারি।মঙ্গলবার অর্থাত্ আজ জীবনবিজ্ঞান পরীক্ষা। মূলত,এবছর ফেব্রুয়ারিতেই দাপট দেখাচ্ছে গরম। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়তেই রীতিমতো হাঁসফাঁস দশা। এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে না তো? এদিন সেই খোঁজও নেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ সেখানে থেকে নবান্নের উদ্দেশে রওনা হন তিনি।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে হাজির হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন পড়ুয়াদের সঙ্গেও। খোঁজ নিয়েছেন পরীক্ষা কেমন হচ্ছে। এবারও একই ভূমিকায় দেখা গেল তাঁকে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ।পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।
যদিও গত বছর সারাদেশের স্কুলে সমীক্ষা চালানোর পর একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। তা হল কোভিডের পর স্কুল যাওয়া পড়ুয়াদের সংখ্যা ইতিমধ্যেই কমেছে। এদিকে মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল[email protected]।
আরো পড়ুন:Barasat:আবর্জনা স্তূপে পরিপূর্ন বারাসাত!সচেতনতার অভাব বলেই দায় এড়ালেন পুরসভা