সামনেই পঞ্চায়েত ভোট!তার আগেই ১২ বছরের এক নাবালিকা ধর্ষনের অভিযোগ উঠল ৫ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনাটি বারাসাত (Barasat) জেলার দক্তপুকুরের।নাবালিকার মায়ের অভিযোগের ভিক্তিতেই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।তবে ২ জন পলাতক!তাদের খোঁজে তল্লাশি শুরু করছে দক্তপুকুর থানার পুলিশ প্রশাসন।
এই বিষয়ে দক্তপুকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত বছরের অক্টোবর মাসের ২৭ তারিখে ওই নাবালিকার মা দক্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন,-ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের সদস্য বরুন বিশ্বাস ও তার শালক সহ ৫ অনুগামী কালীপুজোর দিনে রাতে তার নাবালিকা মেয়ের উপরে অত্যাচার করেছে।নাবালিকার মায়ের অভিযোগের পরই তদন্ত শুরু করে পুলিশ।তবে এই ঘটনার দিন থেকে পলাতক ছিল অভিযুক্তরা।এরপর হাইকোর্ট এ আগাম জামিনের আবেদন করেছিল তারা।তবে মেলেনি জামিন।
এরপর বুধবার বারাসাত জেলা দায়রা আদালতের স্পেশাল পস্ককোর্টে আত্মসমর্পন করে সৌমেন মিত্র, গোপাল গিরি, সন্তু দাস নামে ৩ অভিযুক্ত।বিচারক তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।যদিও এখনও পলাতক ২ অভিযুক্ত।তাদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
আরো পড়ুন: