প্রায়ই শোনা যায় বর্তমানে বিমান মাঝ আকাশে উড়তে না উড়তেই তাদের পরিষেবা অতি জঘন্য হয়ে যায়। এবার সেই অভিজ্ঞতা অর্জন করতে হলো সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। আর তাতেই ক্ষেপে গেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যেন এমিরেটসকে তুলোধনা করলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
মঙ্গলবার রাতে একটি টুইট করেন মিমি (Mimi Chakraborty)। যেখানে লেখেন, ‘এমিরেটস আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে যারা আপনাদের সঙ্গে যাত্রা করছে তাঁদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমকে মেইল করেও কোনও সদুত্তর পাইনি। আপনারা ক্ষমাও চাননি। এই চুলটা বেরিয়েছিল আমার ক্রসোঁ থেকে যা আমি চিবোচ্ছিলাম।’
নেটিজেনদের বড় একটা অংশ মিমির (Mimi Chakraborty) পাশে এসেই দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি তাই। দিনদিন টিকিটের দাম বাড়ছে আর পরিষেবার মান খারাপ হচ্ছে।’ আরেকজন লিখলেন, ‘মস্কো থেকে দুবাই যাচ্ছিলাম। একটা মশা আমায় কামরায়। আর হাতে গোটা মতো হয়। ওদের প্রধান স্টুয়ার্ডস এসে আমায় ভয় দেখাতে থাকে যে আমি যদি এটা নিয়ে হইচই করি তাহলে আমাকে মস্কো বিমানবন্দরে কোয়ারেন্টাইন করা হবে। আমি এরপর ওঁকে বলেছিলাম এসব ভুলভাল বলে একজন ডাক্তারকে ভয় দেখানো যায় না।’ তৃতীয়জন লিখলেন, ‘দেশের এমপি-র সঙ্গে এই আচরণ। তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হতে পারে!’
অবশ্য কেউ কেউ তাকে ট্রোল করেছেন। একজন লিখলেন, ‘দেখে তো মনে হচ্ছে এটা আপনারই চুল। যত সব নাটক।’ আরেকজন লিখলেন, ‘দিদিকে বলো তে ফোন করুন আপনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে।’
আরো পড়ুন: Rupsa-Somak: রূপসা ও রূপমের কাছে নিঃস্বার্থ ভাবে ক্ষমা চেয়ে নিলো সোমক