আগামী সোমবারই মেঘালয়ে পঞ্চায়েত নির্বাচন।আর সেই নির্বাচনকে পাখির চোখ করে,আজই মেঘালয় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এর আগেও বহুবার সে রাজ্যে প্রচারে গেছেন এই হেভিওয়েট দুই ব্যক্তিত্ব। তবে এদিন ভোটের আগে শেষ মুহূর্তের মারণ কামড় দিতে সেই রাজ্যে প্রচারে যাচ্ছেন তারা।

যে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে লড়াই করছে তা হল,—

১) সামাজিক প্রকল্পের প্রসার। ২) সবার ঘরে ঘরে খাদ্য নিয়ে যাওয়া।৩) কৃষিকাজের জন্য কৃষকদের আর্থিক সাহায্য। এ ছাড়া কৃষিজাত পণ্য যথাযথ ভাবে বিক্রির ব্যবস্থা।৪) স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ করা। বিশেষ করি নতুন মেডিক্যাল কলেজ। মহিলা ও শিশুদের জন্য হাসপাতাল। স্বাস্থ্যসাথীর ধাঁচে মেঘালয় স্বাস্থ্য বিমা ও ওষুধের দোকানে ছাড়।৫) প্রতি ব্লকে মডেল স্কুল। শিক্ষার মান বৃদ্ধি।৬) ঘরে ঘরে জল। ২৪ ঘণ্টার বিদ্যুত্‍। এছাড়া ভালো সড়কপথ। ৭) মিউজিক, স্পোর্টস, হেরিটেজের জন্যব্লক লেভেলে কাজ হবে। স্পোর্টস ইউনিভার্সিটি। প্রতি জেলায় স্টেডিয়াম। মিউজিক প্রমোশন বোর্ড। পর্যটনের আরও প্রচার।৮) ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থানের যথাযথ সংরক্ষণ। ৯) অসম-মেঘালয় সীমানা সমস্যা মেটানো। চেক পোস্ট থাকতেই হবে। ১০) WE card ও MYE Card চালু করা।ইতিমধ্যেই মেঘালয়ে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।তবে আজকের এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কি বার্তা দেই,সেদিকেই নজর বিশিষ্টজনদের।

 

আরো পড়ুন: