বারাসাতের (Barasat) মনের আলোয় (Moner Alo) চিকিৎসা করতে এসে মানসিক ভারসাম্য হারালো এক বৃদ্ধা।আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারাসাত এলাকা চত্বরের সামনে।জানা গিয়েছে,বারাসাত বিবেকানন্দ রোডের বাসিন্দা সৌমেন ঘোষ তার মা নমিতা ঘোষকে চিকিৎসা করাতে নিয়ে যান বারাসাত নবপল্লী কো-অপারেটিভ ব্যাংকের নিকটে মনের আলো নামে একটি চিকিৎসকের চেম্বারে।অভিযোগ ওই চেম্বারে তার মাকে চিকিৎসক পরীক্ষা করে কিছু ওষুধ দেন।এরপর সেখান থেকে সেই ওষুধ কিনে বাড়িও যান তারা।কিন্তু সেদিন রাতে ওই ওষুধ খাওয়ানোর পর থেকেই নাকি বৃদ্ধের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।এদিকে এই ঘটনার পরই ওই চিকিৎসকের কাছে গেলে সৌমেন বাবু ওই ওষুধ নিয়ে যান।এবং পুরো বিষয়টি খুলে বলেন।তখন নাকি চিকিৎসক ডোজ সামান্য কমিয়ে দিয়েই দায় সারেন।এদিকে এই ঘটনার কয়েকদিন পর সৌমেন বাবুর এক বন্ধু তাকে জানান,প্রেসক্রিপশনে যে ওষুধ আছে তার বদলে অন্য ওষুধ দেওয়া হয়েছে।পার্শ্বপ্রতিক্রিয়া জন্যই মা অসুস্থ হয়ে পড়েছেন।

আর এই ঘটনা জানার পরই শুক্রবার সৌমেন বাবু ওই চিকিৎসকের কাছে জানতে চান,এর দায়ভার কার?অবশ্য এরপরই চিকিৎসকের চেম্বার সংলগ্ন ওই ফার্মেসী ভুল ওষুধ দেবার ঘটনার কথা স্বীকার করেন।

এ বিষয়ে এদিন ওই চেম্বারের চিকিৎসক জানান,-তিনি যে ওষুধ প্রেসক্রিপশনে লিখেছিলেন সেটির বদলে অন্য ওষুধ তাকে দেওয়া হয়েছে।এর ফলেই ওই রোগীর অবস্থা খারাপ হয়েছে।এ বিষয়ে তারা ওই ফার্মেসীর সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান ওই চিকিৎসক।যদিও ঘটনার বিষয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন ওই বৃদ্ধের পরিবার।

 

আরো দেখুন:Raj Kapoor : চেম্বুরে বিক্রি হলো রাজ কাপুরের ১ একরের বাংলো!