সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ‘গীতশ্রী’ ওরফে সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukhopadhyay)। করোনা ছাড়াও তাঁর শরীরে আগে থেকেই একাধিক সমস্যা রয়েছে বলে জানা গেছে।
হৃদযন্ত্রের সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্ট এমনকি অ্যানিমিয়াও রয়েছে। এছাড়া এখন ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে।
এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি(Sandhya Mukhopadhyay)। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে তাঁর অসুস্থতার জন্য রাজ্য সরকারের চাপ রয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপ ঘোষের দাবি, সন্ধ্যাদেবীর পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে এমন পরিস্থিতি তৈরি হল,
যে মানসিকভাবে আঘাত পেয়ে পুরোপুরি বিপর্যস্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি।
শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,
“পদ্ম-পুরস্কার নিয়ে বাংলায় নোংরা রাজনীতি চলছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের(Sandhya Mukhopadhyay) উপর মানসিক চাপ তৈরি করা হয়েছে। কিছু কূটিল লোক সেই চাপ দিয়েছে। যারা জীবনে নিজেরা কোনও পুরস্কার পায়নি, তারাই এই চাপ দিয়েছে।
হতে পারে সেই কারণেই উনি অসুস্থ হয়ে পড়েছেন।”
এরপর তিনি আরও বলেন, “আমার মনে হয় চাপটা ওদের দিক থেকেই আসছে।
বুদ্ধবাবুকে তাঁর পার্টি চাপ দিয়ে পুরস্কার নিতে দেয়নি। সন্ধ্যাদেবীর ক্ষেত্রেও একটা চাপের পরিবেশ তৈরি করা হল।
যেন পুরস্কার গ্রহণ করাটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে এখন।
ওঁ সমাজের জন্য, সংস্কৃতির জন্য যা করেছেন তা স্বীকৃতি দেওয়াটা অপরাধ!
তিনি নিজে কিছু বলার আগেই তাঁর মুখ বন্ধ করে দেওয়া হল। ছ্যাঁচড়ামির রাজনীতি হচ্ছে বাংলায়(West Bengal)।
হতে পারে, এই পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে ওঁর মধ্যে কোনও মানসিক চাপ তৈরি হয়েছিল।
যাঁরা এই ধরনের চাপ সৃষ্টি করে রাজনীতি করে বিতর্ক তৈরি করছেন তাঁরাই ওঁর এই অসুস্থতার কারণ।”