এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরাধ্য দেবতার নাম বিকৃতভাবে উচ্চারণের অভিযোগ তুলে কেষ্টপুরে (Kestopur) বিক্ষোভ মিছিল করলেন মতুয়ারা।দেখা যায়,এদিন নিউটাউন থানার মৃধা মার্কেট হরি মন্দিরের সামনে থেকে মতুয়া সমাজের মানুষ প্রতিবাদ মিছিল শুরু করেন।সেই মিছিল বাগজোলা ক্যানেল পেরিয়ে পৌঁছায় কেষ্টপুরে।এদিকে সেই মিছিল ভিআইপি রোডের কাছে পৌঁছাতেই শুরু হয় গোলমাল।কারণ এদিন মতুয়া ভক্তদের কর্মসূচি ছিল কিছুক্ষনের জন্য ভিআইপি রোড অবরোধ করার।কিন্তু সেই ভিআইপি রোড অবরোধের কথা আগেই জানতে পারে বিধাননগর থানার পুলিশ।

সেইমতো তারা সকাল থেকেই ছিল সেখানে তৎপর।মিছিল যেই ভিআইপি রোডের কাছে আসে সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়।আর তারপরই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কেষ্টপুর।পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ধ্বস্তাধ্বস্তি।যদিও এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন মতুয়া ভক্তরা।পাশাপাশি সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা।বলেন,-তাদের মিছিল পুলিশ জোর করে আটকে দিয়েছে।তাদের হেনস্তাও করা হয়েছে।অনেকে পড়ে গিয়েছেন।আহত হয়েছেন।যদিও এই নিয়ে এদিন পুলিশের তরফে পাল্টা কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া মনোজ মজুমদার নামে এক মতুয়া ভক্ত এদিন বলেন,-কেন মুখ্যমন্ত্রী তাঁদের ভগবান নিয়ে এমন মন্তব্য করলেন?তাঁদের ঈশ্বরকে নিয়ে কি এমন মন্তব্য করা যায়?তাঁর দাবি, মতুয়ারা শান্তিপ্রিয়,তাই এদিন শান্তিপূর্ণ আন্দোলন করার চেষ্টা করা হয়।অন্য কেউ হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠত এতক্ষণে।অন্যদিকে রেখা মণ্ডল নামে এক মতুয়া ভক্তের কথায়,-মতুয়াদের ভোটব্যাংক হিসেবে বরাবর ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভোটের প্রয়োজনেই বারবার তিনি বড়মা বীণাপানিদেবীর কাছে ছুটে যেতেন।ভোট মিটে যেতেই এভাবে অপমান করছেন।পাশাপাশি কেনো তাদের ওপর এইভাবে পুলিশ ধাক্কা দিয়েছে,সেই প্রশ্নও তোলেন এদিন রেখা মণ্ডল।সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে মতুয়া ভক্তদের জেলায় জেলায় বিক্ষোভে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যজুড়ে।এখন শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে মোড় নেই,সেই দিকেই চোখ বিশিষ্ট জনদের।

 

আরো পড়ুন:Priyanka Chopra : স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরির সাথে ভ্যাকেশনে প্রিয়াঙ্কা চোপড়া! শেয়ার করলেন ছবি