এবার ইডির (ED) নজরে এলো কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কালো-ধূসর রঙের ডায়রি।ইডি সূত্রে খবর,কুন্তল ঘোষের ডায়েরিতে রয়েছে একাধিক গানের কলি লেখা।তবে সেগুলি গানের কলি ঠিক নয়,গানের প্যারোডি লেখা।

মূলত,কুন্তলের এই ডাইরির পাতা যেনো রহস্যে মোড়া।প্রথমে জানা গিয়েছিল,এই ডায়েরিতে চাকরি সংক্রান্ত হিসাবনিকাশ রয়েছে।কখন কার কাছ থেকে কত টাকা আসছে,কোন প্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল,সেসব ইডি জানতে পারে।পরবর্তীকালে জানা যায়,তাতে কিছু সাঙ্কেতিক অক্ষর রয়েছে।এখন জানা যাচ্ছে,ডায়েরির পাতায় গানের প্যারোডিও লেখা।এই প্যারোডির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।অবশ্য সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডি কর্তারা।

এছাড়াও তদন্তকারীদের নজর এসেছে বর্তমানে কুন্তলের ভুয়ো সার্টিফিকেট তৈরির বিষয়টিও।ভুয়ো সার্টিফিকেট তৈরিতে কুন্তলের এক সহযোগীও ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছে।তিনি আবার কম্পিউটারে তুখড়।ইডি সূত্রে খবর,কুন্তলের মিউজিক ভিডিয়ো ও শর্টফিল্মের জন্য তৈরি প্রোডাকশন হাউজের তিনি ছিলেন পার্টনার।অন্যদিকে,টাকা লেনদেনের বিষয়ের জন্য আরও একাধিকজন তাঁর সঙ্গে জড়িত ছিল।সব মিলিয়ে প্রতিদিনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডি কর্তাদের হাতে।

 

আরো পড়ুন:Babul Supriyo:রামপুরহাটে দুর্ঘটনায় বাবুল সুপ্রিয়র কনভয়!আহত একাধিক