দুর্নীতির জোট খুলতে মরিয়া ইডি (ED) কর্তারা।আজ সকাল থেকেই শুরু করেছে শহরের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি।জানা গিয়েছে,এদিন তল্লাশি অভিযানে ১২টি দল নেমেছে।ট্যাংরা,আলিপুর,আনন্দপুর,হেস্টিংস,নিউ আলিপুর সহ বিভিন্ন জায়গায় শুরু করেছে তারা তল্লাশি অভিযান।
ইডি সূত্রে খবর, মোট দুই ধরনের অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি হল, ব্যাঙ্ক প্রতারণা এবং শহরের দুইটি সংস্থা, আদিশ্রী ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসআরইআই-এর বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা এবং বেআইনি লেনদেনের অভিযোগ জমা পড়ে। তদন্ত করতে দেখা যায়, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, যা আপাতত সন্দেহজনক বলেই মন করছেন ইডি-র আধিকারিকরা। দুই সংস্থার ডিরেক্টরের বাড়িতেও চলছে তল্লাশি। লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করার পাশাপাশি, সংস্থার অ্যাকাউন্টস-এর দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কিনা, কোনও ভাবে সেখান থেকে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেখা যায়,আজ, সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিদের ওই দল অভিযানে বেরোয়। ট্যাংরা শিল্পতালুকের একটি অফিসে ঢোকেন আধিকারিকরা। ঠিক তার পরেই আলিপুরে পৌঁছন ৫ জন আধিকারিকের একটি দল। একটি ফ্ল্যাটে তল্লাশি করেন তাঁরা। এরপর ১০ নম্বর আলিপুর রোডে একটি গেস্ট হাউজেও যান তাঁরা।
আরো পড়ুন:Annwesha Hazra: স্মৃতির পাতা উল্টে ছোটবেলার কোন ঘটনা মনে পড়লো পর্দায় ঊর্মির?