দুদিন ধরে সিবিআইয়ের (CBI) তল্লাশি পর,গতকাল ইডির (ED) হানা, তাও মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আর তদন্তে অসহযোগিতা করার জন্য এবার কুন্তলকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা ইডি।

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির এই যুব তৃণমল নেতার বিরদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। চাকরির নামে ১৯ কোটির বেশি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। তারপর থেকেই কুন্তল ঘোষ ইডি-সিবিআইয়ের নজরে চলে আসেন।

মূলত,কুন্তল ঘোষ বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের ধাওয়াপাড়ার বাসিন্দা। ইডি সূত্রের খবর, শনিবার তাঁকে গ্রেফতারের পর প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তারপর নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। শনিবার আদালতে তোলা হতে পারে কুন্তলকে। আদালতে তুলে যুব নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। প্রায় ২৪ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে তাঁর বিএড কলেজ সংক্রান্ত একাধিক নথি পত্র পেয়েছেন ইডি আধিকারিকরা, পাশাপাশি তাঁর সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করেছে ইডি।অবশ্য এরপরেও কুন্তল দাবি করেছেন, ‌তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন এই মামলা কতদূর পৌঁছায় সেইদিকে চোখ সবার।

তবে সামনেই পঞ্চায়েত ভোট।তাই কুন্তল ঘোষের এমন পরিস্থিতিতে গ্রেফতার,যে নতুন করে অস্বস্তিতে ফেললো তৃণমূল দলকে।তা বেশ ভালোই বুঝতে পারছে বিশিষ্টজনেরা।আবার এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো।তাদের মতে,এই দলের পতন পঞ্চায়েত ভোটের মাধ্যমেই হবে।যদিও তৃণমূল দলের কথায়,- তৃণমূল কখনো দুর্নীতি বরদাস্ত করে না।আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন,- দোষ করলে সে উপযুক্ত শাস্তি পাবে।তবে ভোটের আগে ইডি,সিবিআই যে ভাবে তাদের দলে হামলা চালাচ্ছে। তা ভোট জেতার কৌশল বলেই মনে করছে শাসক শিবির।

 

আরো পড়ুন:Police:করুণাময়ীতে জমায়েত হবু উর্দিধারীরা!আন্দোলনের আগেই আটক চাকরিপ্রার্থীদের