বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

আর তাই বাড়িতে বানিয়ে নিন রুই মাছের মইলু।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরন

৪-৫ পিস রুই মাছ

পরিমাণমতো সাদা তেল

২টো মাঝারি মাপের পেঁয়াজ

কয়েকটা রসুন

কাঁচা লঙ্কা কয়েকটা

১ চা চামচ ভিনেগার

১ কাপ নারকেল দুধ

স্বাদমতো নুন ও চিনি

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

সামান্য হলুদ গুঁড়ো

তৈরির পদ্ধতি

১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে নিন।

২) কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন।

৩) একটি বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ভিনেগার একসঙ্গে নিয়ে ভালো করে মেশান। এতে দিয়ে দিন নারকেল দুধ ও পরিমাণমতো জল। আবারও মিশিয়ে নিন ভালো করে।

৪) মাছ ভাজার কড়াইতেই ১ টেবিল চামচ মাখন দিয়ে গরম করুন। মাখন গলে গেলে তাতে নারকেল দুধের মিশ্রণটি দিয়ে দিন। একটু ফুটিয়ে নিন।

৫) এর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না হতে দিন।

৬) ঝোল মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে রুই মাছের মইলু!

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন মাছের এক নতুন রেসিপি, আম কাতলা

 

By Torsha