২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তারপর থেকেই তাকে ও তার বাচ্চাকে নিয়ে নানারকম কথা শুনতে হয় তাকে। অনেকেই বলেন, ‘আউটসোর্সিং’ করিয়েছেন মালতীকে, ‘রেডিমেড’ বাচ্চা ইত্যাদি। কেউ কেউ আবার ভেবে বসেছিলেন হয়তো কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়েতেই এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এসব কিছু নিয়ে এবার মুখ খুলতে দেখা গেলো প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)।
প্রিয়াঙ্কা জানান, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল’। তিনি আরও বলেন, ‘এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।’ তিনি আরো লেখেন, ‘আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার, এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।’
‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তার মানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে’, বলতে শোনা যায় প্রিয়াঙ্কা।
সারোগেসি নিয়ে ওঠা বিতর্কে প্রতিক্রিয়া দিয়ে প্রিয়াঙ্কা আরও যোগ করেন, ‘লোকেদের আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটচি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু আমার মেয়েকে নিয়ে ওঠা কথা খুবই বেদনাদায়ক হয়। ওকে এসবের থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না। ’
আরো পড়ুন: Robot Nurse:খাদ্যমন্ত্রীর হাত ধরে রোবট নার্সের উদ্বোধন হলো মধ্যমগ্রাম হাসপাতালে