বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তবে এবার মাছ, মাংস ছাড়াও বাড়ির লোকের মন ভালো করতে বানিয়ে নিন এই রেসিপি।

আর তাই বাড়িতে বানিয়ে নিন চিলি সয়াবিন।

এবার নতুন এই রেসিপি(recipe) দিয়ে বাড়ির প্রতিটা সদস্যের মন জয় করতে পারবেন।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরন

২০০ গ্রাম সয়াবিন

একটা বড় সাইজের পেঁয়াজ কুচি

একটা টমেটো কুচি

একটা ক্যাপসিকাম

কাঁচা লঙ্কা কয়েকটা

কর্নফ্লাওয়ার

২ চামচ সয়া সস

২ টেবিল চামচ টমেটো সস

২ চামচ ভিনেগার

রসুন বাটা ও রসুন কুচি

মৌরি গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

পরিমানমতো সাদা তেল

পদ্ধতি

১) গরম জলে সয়াবিন ভিজিয়ে রাখুন ১৫ মিনিট মতো। তারপর হাত দিয়ে চিপে সয়াবিনের অতিরিক্ত জল বার করে দিন।

২) একটি বাটিতে কর্নফ্লাওয়ার, জল, নুন, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে।

৩) কড়াইয়ে তেল গরম করুন। কর্নফ্লাওয়ারের গোলায় সবকটা সয়াবিন ডুবিয়ে লালচে করে ভেজে তুলে নিন।

৪) ওই তেলেই পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি আর টোম্যাটো কুচি দিয়ে ভাজতে থাকুন।

৫) সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে সয়া সস, ভিনেগার আর টোম্যাটো সস দিয়ে দিন। মিশিয়ে নিন।

৬) কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে দিন। এরপর ভাজা সয়াবিন দিয়ে দিন। নুন আর চিনি দিয়ে দেবেন স্বাদমতো।

৭) রান্না হয়ে গেলে নামিয়ে দিন। পরিবেশন করুন গরম গরম চিলি সয়াবিন। রুটি, পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে সয়াবিনের এই পদ।

আরো পড়ুন: Recipe: দুপুরের খাবারের মেনুতে শেষ পাতে রাখুন পেস্তা ফিরনি

 

By Torsha