বর্তমানে ভুড়িভুড়ি অভিযোগ জমা হচ্ছে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে।সাপ,টিকটিকি,ইদুর এইসব কিছু খাবারে প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে।এর মধ্যে এই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে ২০ জানুয়ারি মিড রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।মিড ডে মিলের মান সহ তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন।

কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফর সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে চিঠি লিখে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি দীপা আনন্দ।ওই চিঠিতে কেন্দ্র জানিয়েছে, ২০ তারিখ থেকে পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।মোট ২৬টি বিষয়ে আলোকপাত করবেন তাঁরা।এই নজরদারিতে মিড ডে মিলের মান খতিয়ে দেখা হবে।যেখানে মিড ডে মিল তৈরি হয়,সেই হেঁশেলেও নজরদারি করা হবে।পিএম পোষণ প্রকল্পে শিক্ষকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে।সঙ্গে জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে শিক্ষক ও অভিভাবকদের কী মনোভাব,তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যেরা।

এদিকে তার আগেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলির মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার থেকেই পরিদর্শন করা শুরু হয়েছে।জানা গিয়েছে,যা চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত।

 

আরো পড়ুন:Projapoti Controversy: এবার প্রজাপতি বিতর্কে মন্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী, তবে এর পাল্টা জবাব দিলেন দেব