প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তায় বড়সর গাফিলতির অভিযোগ উঠলো।জানা যায়,মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেন রাহুল গান্ধী।সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি।কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরেন তিনি।সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা।প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও সামলে নেন কংগ্রেস সাংসদ।ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন তিনি।এই ঘটনার পরে অবশ্য একইভাবে এগিয়ে যায় ভারত জোড়ো যাত্রা।তবে ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য,গতমাসেই ভারত জোড়ো যাত্রায় রাহুলের নিরাপত্তা বলয়ের ফাঁক নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছিল কংগ্রেস।তাতে বলা হয়েছিল,বিভিন্ন জায়গায় রাহুলের নিরাপত্তাবলয় ভেঙে লোকজন ঢুকে পড়ছেন।যদিও কেন্দ্রের তরফে বলা হয়, রাহুলের যা যা করা উচিত তা তিনি করছেন না।কোথাও কোথাও তিনিই বলয় অতিক্রম করে চলে যাচ্ছেন।

এরমধ্যই আবার নিরাপত্তা এজেন্সি বলেছে, কাশ্মীরে যখন ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে তখন বেশ কিছু এলাকায় রাহুল যেন পায়ে হেঁটে যাত্রা না করে গাড়িতে যান।রাহুল জম্মু ও কাশ্মীরের যে সব এলাকায় রাতে থাকবেন সেসব এলাকাতেও নিরাপত্তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

নিরাপত্তা এজেন্সি সূত্রে আরো বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের পরের দিন রাহুলের শ্রীনগর পৌঁছনোর কথা।ওই সময়টা খুবই স্পর্শকাতর।বেশ কিছু এলাকায় তিনি না হাঁটলে ভাল।তবে রাহুল গান্ধী শেষ পর্যন্ত কী করবেন তা সময় বলবে।

জানা গিয়েছে,রাহুল এখন জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান।আট থেকে ন’জন কম্যান্ডো তাঁকে ঘিরে থাকেন চব্বিশ ঘণ্টা।নিরাপত্তা এজেন্সির তরফে বলা হয়েছে,রাহুল গান্ধীর যাত্রায় তাঁর ঠিক পিছনের কর্ডনে যাঁরা থাকবেন তাঁদের চিহ্নিত করে সেখানে থাকতে দেওয়া হবে।পরিচয়হীন সাধারণ কেউ সেখানে থাকবেন না।তারমধ্যেই এদিন পাঞ্জাবে এই ঘটনা ঘটল।

 

 

আরো পড়ুন:Projapoti Controversy: এবার প্রজাপতি বিতর্কে মন্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী, তবে এর পাল্টা জবাব দিলেন দেব