এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠল।বৃহস্পতিবার কর্ণাটকে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী মোদি।সেই সময়ে এক যুবক বাঁশের ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর গাড়ির খুব কাছাকাছি চলে আসেন।যদিও প্রধানমন্ত্রীর মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকরা সঙ্গে সঙ্গে সরিয়ে দেন ওই ব্যক্তিকে।

 

সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, আস্তে-আস্তে মোদীর গাড়ি চলছে।দরজার মুখে দাঁড়িয়ে আছেন।গাড়ির ঠিক পাশেই আস্তে-আস্তে দৌড়াতে-দৌড়াতে যাচ্ছিলেন দু’জন নিরাপত্তা আধিকারিক।আচমকা এক তরুণ মোদীর একেবারে কাছে তলে চলে আসেন।মোদীও হাত বাড়িয়ে মালা নিতে চান।কিন্তু নিরাপত্তা আধিকারিকরা ওই তরুণকে টেনে সরিয়ে নেন।মোদী অবশ্য ওই মালা নেন।ততক্ষণে ওই তরুণকে রাস্তার ধারে সরিয়ে দেওয়া হয়।

পুরো ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি।তার বাইরের অংশে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ।সেই দ্বি বা ত্রিস্তরীয় বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আরো দেখুন:Sukanta Majumder:জাকির হোসেনের নাম এবার ফকির হোসেন হয়ে যাবে:কটাক্ষ সুকান্তর