বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

আর তাই বাড়িতে বানিয়ে নিন দুধ মাছ।

এবার নতুন এই রেসিপি(recipe) দিয়ে বাড়ির প্রতিটা সদস্যের মন জয় করতে পারবেন।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

৪-৫ পিস কাতলা মাছ, ৪টে মাঝারি সাইজের পেঁয়াজ, ৫০ গ্রাম কাজুবাদাম, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ২-৩টে গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটা তেজপাতা, ছোটো এলাচ , শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি ও নুন, পরিমাণমতো সর্ষে তেল

পদ্ধতি

১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

২) ২টো পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন। আর দু’টো পেঁয়াজ কুচি করে নিন।

৩) কাজুবাদাম জলে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর মিক্সিতে বাদামের পেস্ট তৈরি করে নিন।

৪) গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তুলে নিন। ওই তেলেই ভেজে নিন মাছগুলো।

৫) গরম তেলে একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং দারুচিনি ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে তাতে দিন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা। নাড়তে থাকুন।

৬) বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। মশলা কষাতে থাকুন।

৭) মশলা ভালো করে কষে এলে আগে থেকে ফোটানো দুধ তাতে ঢেলে দিন। স্বাদমতো নুন ও চিনি দিন। তরকারি ফুটতে দিন। আঁচ কমিয়ে দেবেন।

৮) ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে দুধ মাছ। গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে!

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্টিক

 

By Torsha