সোমবার থেকে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা জুড়ে শুরু হয়েছে হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি।আর শুরুর প্রথম দিন উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে বারাসাত (Barasat) বামুনমুরও রামকৃষ্ণ মঠের স্কুলে টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করতে দেখা যায়।অবশ্য এদিন শুরু জেলাশাসক নয়,সঠিক ভাবে এই টিকাকরণ হচ্ছে নাকি,তা খতিয়ে দেখেন জেলাশাসকের সঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও।

কর্মসূচি পরিদর্শন শেষে জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী বলেন,-“এখানে সঠিকভাবে এই টিকাকরণ কর্মসূচি চলছে।তবে কোথাও কোনো শিশুর মধ্যে এই রোগের প্রকোপ দেখা গেলে,সেইক্ষেত্রে ডাক্তাররা রয়েছেন।আমরা সম্পুর্নভাবেই হাম ও রুবেলার প্রকোপ রুখতে তৎপর আছি।”সূত্রের খবর,উত্তর ২৪ পরগনা জেলার প্রায় ১৭ লক্ষ্য শিশুকে এই টিকা দেওয়া হবে।তারমধ্যে স্কুলে যায় এমন শিশুর সংখ্যা ১১ লক্ষ্য।উত্তর ২৪ পরগনার ৪৯৮টি স্কুলে পাওয়া যাচ্ছে এই হাম ও রুবেলার টিকা।৯ জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টিকাকরণ অভিযান।যেখানে,৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া হবে এই টিকা।প্রথম তিন সপ্তাহে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলে দেওয়া হবে এই টিকা।পরবর্তী সপ্তাহে কিছু অঙ্গণওয়ারি কেন্দ্রে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে।আরো জানা গিয়েছে,এই টিকাকরণের প্রক্রিয়ার শেষ ভাগেও যদি কেউ বাদ থাকে,সেই খোঁজ পাওয়া গেলো তাদেরও এর আওতায় আনা হবে।অর্থাৎ বলা যায়, হাম ও রুবেলার প্রকোপ রুখতে সুম্পূর্নভাবে তৈরি উত্তর ২৪ পরগনা।তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়,গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সোমবার থেকে এই হাম ও রুবেলার টিকাকরণ করার কর্মসূচি শুরু হয়েছে।

প্রসঙ্গত,শিশু ও কিশোরদের ক্ষেত্রে হাম এবং রুবেলা খুবই বিপজ্জনক অসুখ।এমনকি সঠিক সময় চিকিত্‍সা করাতে না পারলে এই রোগে মৃত্যুও হতে পারে।তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে স্বাস্থ্যভবন।গ্রামীণ ক্ষেত্রে এই রোগের টিকাকরণ নিয়ে প্রচারের ক্ষেত্রে বেশকিছু নেতিবাচক রিপোর্টও হাতে এসেছে রাজ্য সরকারের।তাই স্কুলগুলিকে কাজে লাগিয়ে গ্রামীণ জনতার নেতিবাচক মনোভাব দুর করতে চায় রাজ্য।বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন,হাম ও রুবেলার টিকা বাচ্চাদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

 

আরো পড়ুন:Mamata Banerjee:’অতিমারির সময়েও এই বাংলায় বেড়েছে কর্মসংস্থান’ জি-২০ সম্মেলনের সূচনা করে জানালেন মুখ্যমন্ত্রী