‘দিদির সুরক্ষা কবচ’‌ এবং ‘‌দিদির দূত’‌ এই দুটি কর্মসূচি নিয়ে বুধবার ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের টিটাগর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল (TMC) নেতৃত্ব।দেখা যায়,এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক,শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু,বিধায়ক নির্মল ঘোষ,তাপস রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এদিনের এই কর্মসূচির মধ্যে দিদির সুরক্ষা কবচ নিয়ে বিস্তারিত জানানো হয়।আরো বলা হয়,এই প্রকল্পের দ্বারা রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে রাজ্য সরকারের ১৫টি প্রকল্পের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।আর দিদির সাড়ে তিন লক্ষ ‘দূত’ পৌঁছে সেই সুবিধা মানুষ পাচ্ছেন কি না নিশ্চিত করবেন।

এদিনের কর্মসূচি পালনের মাধ্যমে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন,-“বিরোধীরা অপ্রপচার,বিরোধিতায় থাকে।আর আমরা আছি মানুষের সমস্যার সঙ্গে।কিন্তু আমাদের নিয়ে কুৎসা,আক্রমণ করেই যাচ্ছে বিরোধীরা।কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুরক্ষা কবচ দিতে বদ্ধপরিকর।এটাই এই পুরো প্রক্রিয়ার এককথায় নির্যাস।”মন্ত্রী পার্থ ভৌমিক বলেন,-“দিদির ১৫ টি সামাজিক যে প্রকল্প,সেই থেকে যাতে কেও বঞ্চিত না হয়,তার জন্য এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।৬০ দিনে আমরা প্রায় ২ কোটি বাড়িতে আমরা যাবো।আমাদের মূল নির্যাস,মানুষ যে অভাব অভিযোগের কথা বলবে।আমরা দিদির সুরক্ষা কবচে যে অ্যাপ তৈরি হয়েছে,সেইটা দিদির দূতরাই ডাউনলোড করে দেবে মানুষের ফোনে।আমরা যাতে সেইটা সমাধান করতে পারি।”

অন্যদিকে বিধায়ক নির্মল ঘোষ বলেন,-“সর্বস্তরের নেতৃত্বকে এবার আমাদের নেত্রী এরমধ্যে যুক্ত করেছে।তিন লক্ষ্য ৫০ হাজার দিদির দূত হিসেবে গ্রাম থেকে শহরে তারা যাবে।আমাদের দিদির এই সুরক্ষা কবচ ছটি ক্ষেত্রে বিভক্ত আছে।ছটি ক্ষেত্রের মধ্যে ১৫ টি সর্বাঙ্গীন,এবং বহু মুখী প্রকল্প এর মধ্যে রয়েছে।”

 

আরো পড়ুন:Kakoli Ghosh Dastidar:গ্রামগঞ্জে সুরক্ষার বার্তার আগেই সাংবাদিক বৈঠক সারলেন সাংসদ