ব্ল্যাক স্পটগুলিতে পরপর ঘটে যাওয়া দুর্ঘটনাকে এড়াতে এবার বড়সর পদক্ষেপ নিল জেলা পুলিশ (District Police)।দেখা যায় আজ বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট ব্ল্যাকস্পট গুলি যথা ধলডাঙ্গা মোড়,পোয়াবাগান,হেভি মোড়, বড়জোড়া পাসে বেলিয়াতোড় সমেত সব জায়গা গুলিতে সিসিটিভি সহ ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি (District Superintendent of Police Vaibhav Tewari)।

মূলত,ব্ল্যাকস্পট বলতে বোঝায়,-জেলার এমন জায়গাগুলি যেখানে প্রতিনিয়ত পথদুর্ঘটনায় প্রাণ চলে যেত একাধিক ব্যক্তির।সেই ব্ল্যাক স্পট গুলিকে চিহ্নিতকরণ করার পরই নড়েচড়ে বসে ছিল জেলা পুলিশ।পরবর্তীতে যাতে কোন মায়ের কোল আর খালি না হয়ে যায় তার জন্য আলোচনার ভিত্তিতে প্রত্যেকটি ব্ল্যাকস্পটে সিসিটিভি ফুটেজের সাথে সিগন্যাল ব্যবস্থাকে আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা পুলিশ।এরপরই আজ ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।

এই প্রসঙ্গে এদিন জেলার পুলিশ সুপার জানান,-“জেলায় মোট ২৮ টি ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ হয়েছে।সেই জায়গাগুলিতে ট্রাফিক সিগনাল আঁটোসাঁটো করে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবে জেলা পুলিশ।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:’তৃণমূল কি ভূত?’ জয় শ্রীরাম স্লোগান বিতর্কে কটাক্ষ দিলীপের