এবার বারাসাতের সাংসদ ডা:কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) নিয়ে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে বারাসাতের বিজেপির জেলা সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে।তার পরিপ্রেক্ষিতে এবার বিজেপির জেলা সভাপতিকে আইনি নোটিশ দিয়েছেন সাংসদের আইনজীবী প্রসেনজিৎ নাগ।

নোটিশের মাধ্যমে জানানো হয়েছে,-“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি নেতা তাপস মিত্রকে তাঁর করা মন্তব্যের ব‍্যাখা দিতে হবে।সেই সঙ্গে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আইনি নোটিশের মাধ্যমে।” এই বিষয়ে সাংসদ জানিয়েছেন,-“কুৎসা করলে তো মানহানির মামলা হবেই।৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেবো।”তিনি আরো বলেন,-“তৃণমূল সরকার দুর্নীতিকে আপস করে না।হ্যাঁ আমি দোষ করলে মাথা নত করতাম।কিন্তু এইভাবে মিথ্যা অপবাদ।আসলে এই মিথ্যা অপবাদ দিয়েই তারা ভাবছেন তাদের দলকে টিকিয়ে রাখবেন।”

পাশাপাশি সাংসদের আইনজীবী জানিয়েছেন,-“এখন এই বিষয়ে কিছু বলবো না।তবে ক্ষমা না চাইলে এর পরিপ্রেক্ষিতে যা পদক্ষেপ নিতে হয় নেবো।এইভাবে মিথ্যা অপপ্রচারকে ধিক্কার জানাই।”

 

আরো পড়ুন:Rathin Ghosh:কেন্দ্রের প্রকল্প বন্ধ নিয়ে আরও একবার বিবেচনা করার আর্জি,খাদ্যমন্ত্রীর