একের পর এক দুর্নীতি,টাকার পাহাড়ের হদিশ তৃণমূল (TMC) দলের একাধিক মন্ত্রীদের কাছে পাওয়ার পর,এমনিতেই বর্তমানে বিপাকে পড়েছেন তৃণমূল সরকার।এরমধ্যে আবারও তৃণমূলের এক নেতার ছেলের কান্ড দেখে তুমুল সমালোচনা শুরু হলো।বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি।যেখানে টাকার বান্ডিল হাতে বসে থাকতে দেখা যাচ্ছে এক তরুণকে।

আর যে তরুণকে ওই পোস্টে দেখা যাচ্ছে তিনি নাকি পূর্ব বর্ধমানের (East Bardhaman) গলসি ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি (TMC Leader) জাকির হোসেনের ছেলে।আর এই কান্ড নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তৃণমূলের একাংশের দাবি,এমন ছবি দলের ভাবমূর্তি খারাপ করছে।যদিও জাকির হোসেন নামে ওই নেতার দাবি,তাঁর ছেলে মাটি কাটার যন্ত্র কিনেছেন।ওই টাকা সেটির ঋণের কিস্তি। তা গোনার সময়ে কেউ ছবি তুলে ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দলের জেলা সহ-সভাপতি পদে রয়েছেন জাকির। তাঁর ছেলে জামিল আখতার উচ্চগ্রাম পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে নিযুক্ত। তাঁর মাটি কাটার যন্ত্রও রয়েছে। সোমবার ‘গলসি ১ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ছেলে’ শিরোনামে টাকা-সহ তাঁর ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য জয়দীপ চট্টোপাধ্যায়ের মন্তব্য,”এটা তো বাস্তব ঘটনা।এটাই ঠিক। এটাই সত্যি।তৃণমূলের উপরমহল থেকে নীচের মহল পর্যন্ত এটাই চলছে।ওরা কোটি কোটি টাকা তোলাবাজি করে।এটাই চলছে।এরা কোটি কোটি টাকার তোলাবাজি করে।কয়লা চুরি করে, বালি চুরি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে নেয়।তৃণমূলের প্রত্যেকটা মানুষই চোর।এরা গোটা রাজ্যকে লুঠ করছে।এদের প্রতিটা নেতা-কর্মীর বাড়িতেই প্রচুর টাকা মিলবে।এই ঘটনা তাই নতুন নয়।”

 

আরো পড়ুন:Narendra Modi:দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর পরিবার!অসুস্থ প্রধানমন্ত্রীর মা