জানুয়ারির গোড়ায় দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে মেন ইন ব্লু। এখনও অবধি যা ক্রীড়াসূচি রয়েছে তাতে ২০২৩ সালে ভারতের আর কোনও টি ২০ আন্তর্জাতিক খেলার কথা নেই। এরই মধ্যে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন কিং কোহলি(Virat Kohli)।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাট কোহলি(Virat Kohli) আপাতত টি ২০ আন্তর্জাতিক না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। জানুয়ারির ৩, ৫ ও ৭ তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি ২০ সিরিজ রয়েছে। তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর ২৭ ও ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট, আইপিএলের আগে অজিদের বিরুদ্ধে তিনটি ওডিআইও রয়েছে। শ্রীলঙ্কার সিরিজের দল আজ ঘোষণা হওয়ার কথা।
বিসিসিআইয়ের এক কর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, বিরাট ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন আপাতত তিনি টি ২০ খেলতে চান না। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন। বিরাট পাকাপাকিভাবে টি ২০ থেকে সরে দাঁড়াচ্ছেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে নিয়ে পরিকল্পনা সাজানো হবে। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আইপিএলের আগে বিরাটের টি ২০ আন্তর্জাতিক খেলার সম্ভাবনা নেই। রোহিত শর্মার আঙুলের চোটও এখনও পুরোপুরি সারেনি। তাই তাঁকে নিয়েও তাড়াহুড়ো করা হবে না। তিনি এখন ব্যাটিং অনুশীলন করছেন, যদিও পুরো ফিট না হওয়া অবধি তাঁকে তড়িঘড়ি মাঠে নামানো হবে না।
বিসিসিআই সূত্রে খবর, ২০২৪ সালের বিশ্বকাপের জন্য দল গঠনের কথা মাথায় রেখে তারুণ্য নির্ভর দল গড়তে চলেছেন নির্বাচকরা। রোহিত শর্মাও পরবর্তী টি ২০ বিশ্বকাপ খেলবেন বলে মনে করা হচ্ছে না। বিরাট যদি স্বেচ্ছায় সরে দাঁড়ান তাহলে দল বাছাই অনেকটাই সহজ হয়ে যাবে নির্বাচকদের জন্য। জানুয়ারিতে লোকেশ রাহুল বিয়ে করছেন। তাই তিনিও টি ২০ দলে থাকবেন না। এমনিতেও রাহুলের পক্ষে জায়গা ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তরুণ ক্রিকেটাররা ভালো ছন্দে রয়েছেন। রাহুলের সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। এই সিরিজেই পাকাপাকিভাবে ভারতের টি ২০ অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ডিয়া।
Image source – Google